ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস ভাংগা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন খাদিজাতুল কুবরা (রাঃ) ক্যাডেট বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লাকে রিক্সা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ খেলাফত মজলিস ভাংগা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, সাধারণ সম্পাদক মুফতী আবু নাসির আইয়ুবী।
ফরিদপুর বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওঃ মিজানুর রহমান মোল্লা বলেন-
এ সময় হাফেজ মাওলানা হাবিবুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী জাকির হোসাইন, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী জাকারিয়া, মাওলানা মিজানুর রহমান ফরিদী, মাওলানা আবুল খায়ের সেলিম, হাফেজ আবু তলহা প্রমুখ।