• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভোট সুষ্ঠু হলে জয়ের আশা জাপার প্রার্থীর

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ১২:২১

ভোট সুষ্ঠু হলে জয়ের আশা জাপার প্রার্থীর

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচন হলে জয়ের আশা করছেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন। রোববার সকালে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে নিজের মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে সাংবাদিকদের নিজের আশার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  নগরীর নিরাপত্তায় থাকবে প্রায় ২৭০০ পুলিশ

সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমরা জয় লাভ করবো। আশা করছি ভোট সুষ্ঠু হবে।’ তিনি বলেন, ‘জাতীয় পার্টি একটি নির্বাচনমুখি দল। সেই হিসেবেই আমার নির্বাচনে এসেছি।’

এর আগে অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রির্টাানিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন সাইফুল ইসলাম স্বপন। সাকলে হজরত শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারতের পরে মনোনয়নপত্র দাখিল করতে যান জাপার এই নেতা।

আরও পড়ুনঃ  বাগমারায় মাদক বিরোধী র‍্যালি ও পথসভা

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেন, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ওয়াসিউর রহমান দোলন, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675