• ঢাকা, বাংলাদেশ
  • ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নিয়ামতপুরে খাস পুকুরপাড়ের গাছ কাটার অভিযোগ

প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৭:১৫

নিয়ামতপুরে খাস পুকুরপাড়ের গাছ কাটার অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে খাস খতিয়ানভুক্ত পুকুর পাড়ের গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের মঙ্গলতাড়া (টিলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিয়ামতপুর সহকারী কমিশনারের (ভূমি) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষের অধিক।

মঙ্গলতাড়া গ্রামের মৃত তামিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন একই গ্রামের বাসিন্দা মৃত সাইফুদ্দিন এর পুত্র শরিফুল ও তার ছেলে সুজনের নামে এ অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে শরিফুল ইসলাম আইনের তোয়াক্কা না করে সরকারি সম্পত্তিতে থাকা আম গাছ, কদম গাছ, কাঁঠাল গাছ এবং বরই গাছ কর্তন করে।

এ বিষয়ে অভিযোগকারী মো. জাকির হোসেন বলেন, ইতিপূর্বে পুকুর পাড়ে থাকা একটি কদম গাছ অভিযুক্তরা কেটে নিয়েছিল। বিষয়টি তহসিল অফিসে মৌখিকভাবে অভিযোগ দিলে তারা ভুল স্বীকার করে এবং তহসিল অফিসে কদম গাছটি জমা দিয়ে আসে।

আরও পড়ুনঃ  রাতে নারীর ঘরে ইউপি সদস্য, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা

গতকাল শনিবার সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বেশ কিছু গাছ কাটার আলামত রয়েছে।

বর্তমানে পুকুর পাড়ে বেশ কিছু গাছ কাটার বিষয়ে অভিযুক্ত শরিফুল এর কাছে জানতে চাইলে গাছ কাটার বিষয় স্বীকার করে তিনি বলেন, এই ১০১ নং দাগের পুকুর ও পাড় আমার বাবার পত্তন নেওয়া আছে। আগে জানতাম না কিন্তু গত ৫ আগস্টের পর জানতে পারি। এজন্যই আমি গাছ কেটেছি।
এক পর্যায়ে পত্তনের কাগজ দেখতে চাইলে কাগজ নওগাঁ কোর্টে আছে বলে তিনি এড়িয়ে যান।

আরও পড়ুনঃ  স্ত্রী-সন্তানের সঙ্গে রাগ করে নিজের বাড়িতে আগুন

নিয়ামতপুর সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675