• ঢাকা, বাংলাদেশ
  • ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরের তিন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি : আম-লিচুর ব্যাপক ক্ষতি

প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ১০:৫৭

নাটোরের তিন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি : আম-লিচুর ব্যাপক ক্ষতি

নাটোর প্রতিনিধি : নাটোরের তিন উপজেলায় ব্যাপক শিলাসহ বৃষ্টি হয়েছে। এ সময় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমি ফল আম’ লিচুসহ রবিশস্যের। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কাঁচা ঘর-বাড়ি।

রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পরে হঠাৎ করে সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্নস্থানে বিপুল শিলাসহ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বৃষ্টির চেয়ে শিলার মাত্রা বেশি দেখা যায়। এতে মৌসুমি ফল আম ও লিচুর কুড়ি ঝরে গেছে। এ ছাড়া উঠতি চৈতালি ফসল গম, ভুট্টা ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সদর উপজেলার হরিশপুর এলাকার কৃষক জালাল উদ্দিন বলেন, বিকেলে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়। আমার লিচু ও আম বাগানের ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন ছোট ছোট কুঁড়ি বের হচ্ছিল সেগুলো ঝরে গিয়েছে।

আরও পড়ুনঃ  সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। শিলাবৃষ্টির কারণে ফসলের সাথে সাথে বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ির টিনের চালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীকাল স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ফসলের ক্ষতির তালিকা করবেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675