অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলি নারকীয়তা চলছেই। গতকাল রোববার একদিনে নিহত হয়েছে প্রায় ৫০ জন। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির বেসামরিকদের বাড়িঘর লক্ষ্য করে নিয়মিত হামলা চালানো হয়। এবার সরাসরি গণমাধ্যমকর্মীদের তাঁবুতে হামলা চালাল ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ।
ফিলিস্তিনি স্থানীয় গণমাধ্যম কুদ্স নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানা যায়, আজ সোমবার খান ইউনিসের আল নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় জালেমি আল ফাকাওয়ি নামের এক সাংবাদিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহত আরেক ব্যক্তির নাম ইউসুফ আল খাজানদার। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৭ গণমাধ্যমকর্মী।
কুদ্স নিউজের তথ্যমতে, এ হামলায় আহমেদ মনসুর নামের এক গণমাধ্যমকর্মী সবচেয়ে বেশি আহত হয়েছেন। তিনি তাঁবুর ভেতর থাকা অবস্থায় সেটিতে আগুন ধরে যায়। গুরুতরভাবে দগ্ধ হয়েছেন তিনি। তবে, হতাহতরা কোন গণমাধ্যমের কর্মী, তা এখনো জানা যায়নি।
এ ছাড়া গাজার বিভিন্ন স্থানে বেসামরিকদের ওপর নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলিরা। দেইর আল বালা’য় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় একই পরিবারের কয়েকজন নিহত হয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি।
এদিকে আবারও আল আকসা হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হাসপাতালের আশপাশে অস্থায়ী তাঁবুতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। দেইর আল বালাহরও পাঁচটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এসব অব্যাহত হামলার জবাবে চুপ করে নেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গতকাল রোববার ইসরায়েলি দুই শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। ইসরায়েলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া ১০টি রকেট শনাক্ত করে সেগুলোর বেশির ভাগই প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।