• ঢাকা, বাংলাদেশ
  • ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মঞ্চে শরীর নিয়ে কটাক্ষের পর আপত্তিকর মন্তব্য, যা করলেন অভিনেত্রী

প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৫:৫৮

মঞ্চে শরীর নিয়ে কটাক্ষের পর আপত্তিকর মন্তব্য, যা করলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ভারতীয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। প্রথম পরিচিতি পেয়েছিলেন ছোটপর্দায় হিন্দি ধারাবাহিক ‘শাকা লাকা বুম বুম’-এ অভিনয় করে। তারপর সেখান থেকে বলিউড ও দক্ষিণের চলচ্চিত্রজগতে পদার্পণ। তবে একবার প্রকাশ্যে তার শরীর নিয়ে মশকরা এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছিল।

২০২৩ সালে ‘পার্টনার’ নামে একটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন হংসিকা। মনোজ দামোদরন পরিচালিত এই ছবিতে নায়কের চরিত্রে ছিলেন আদি পিনিসেট্টি। আর পার্শ্ব-অভিনেতা ছিলেন রোবো শঙ্কর। কিন্তু তার রয়েছে একটি আক্ষেপ! অভিনেত্রী হংসিকাকে ছুঁতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ  ‘আমার ঠোঁটে চুমু খেয়ে বলেছিলেন, বাবারা এমনই করে’

ছবির প্রচারের সময়ে এক অনুষ্ঠানে হংসিকাকে রোবো শঙ্কর ‘মোমের পুতুল’ বলে ডেকেছিলেন। এমনকি ‘ময়দার দলা’র সঙ্গে হংসিকার দেহের বর্ণনা করেছিলেন রোবো।

আরও পড়ুনঃ  কামাখ্যা দর্শনে গিয়ে বিতর্কে সারা আলি খান

এখানেই শেষ নয়। রোবো বলেছিলেন, ‘আমি হংসিকার কাছে অনেক অনুরোধ করেছিলাম, যাতে একটা দৃশ্যে তার পা আর ঊরু স্পর্শ করতে পারি। আমি রীতিমতো ওর পায়ে পড়েছিলাম। শুধুই তার পা জোড়া স্পর্শ করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ও রাজি হয়নি।’

আরও পড়ুনঃ  মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন!

শুধু নায়করাই স্পর্শ করতে পারেন নায়িকাদের। এই আক্ষেপও করেছিলেন রোবো। সেই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন হংসিকাও। কিন্তু এই মন্তব্য শুনেও তিনি প্রতিবাদ করতে পারেননি। অস্বস্তিতে পড়ে শুধু হাসতে থাকেন তিনি। তবে এক সাংবাদিক বিষয়টির দিকে আঙুল তুলেছিলেন। পরে রোবোর হয়ে হংসিকার কাছে ক্ষমা চেয়েছিলেন আরেক অভিনেতা জন বিজয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675