• ঢাকা, বাংলাদেশ
  • ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুলিশের লাঠিপেটায় সাবেক বিডিআরের ৭ সদস্য আহত

প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৯:১৯

পুলিশের লাঠিপেটায় সাবেক বিডিআরের ৭ সদস্য আহত

অনলাইন ডেস্ক : চাকরি পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন সাবেক বিডিআরের (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সাত সদস্য। সোমবার (৭ এপ্রিল) বেলা দুইটার দিকে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কামরুল ইসলাম (৪৮), মাহফুজুর রহমান (৫৯), রতন কুমার দেব (৬০), মোতালিব হোসেন (৬৫), কামরুজ্জামান (৪৫), সরোয়ার হোসেন (৫০) ও ইসমাইল হোসেন (৭০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক : আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আহত ইসমাইল হোসেন জানান, তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। তখন শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের লাঠিপেটা করে। জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্কার পরামর্শ ঢাকার মার্কিন দূতাবাসের

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

দুই দফা দাবিতে গত শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘বিডিআর কল্যাণ পরিষদ’। তারা দুই দিন (রোববার পর্যন্ত) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন। পরিষদের দুই দফা দাবি হলো চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা এবং জামিন পাওয়ার পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া। এরপর আজ শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675