• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হুমকি পেয়ে থানায় জিডি করলেন আ.লীগ নেতা

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ১০:৩০

হুমকি পেয়ে থানায় জিডি করলেন আ.লীগ নেতা

স্টাফ রিপোর্টার: হুমকিতে ভয় পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। তার নাম সুরঞ্জিত সরকার। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং মোহনপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি। স্থানীয় এমপি আয়েন উদ্দিনের সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে।
গত শুক্রবার মোহনপুর থানায় জিডি করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকার। এতে তিনি বলেছেন, গত ১৪ মে মোহনপুরের খয়রা এলাকায় মিরাক্কেল কিংডং ওয়াটার পার্কে ব্যাপক ভাঙচুর চালায় এমপি আয়েনের অনুসারীরা। পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনকে প্রধান অতিথি করা হয়। কিন্তু এ অনুষ্ঠানে এমপি আয়েনকে আমন্ত্রণ জানায়নি পার্ক কর্তৃপক্ষ। এমপি আয়েনকে অতিথি না করায় তিনি মনোক্ষুণœ হন। একারণে পার্কে ভাঙচুর চালান এমপির অনুসারীরা। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ তিনি তার ফেসবুক আইডি থেকে শেয়ার দেন।
সুরঞ্জিত তার জিডিতে আরও উল্লেখ করেন, সংবাদটি শেয়ারের পর ১৯ মে সকাল ১০ টা ১৫ মিনিটে তার ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে তাকে কল দিয়ে মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ এবং উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন শাহ হুমকি, অকথ্য ও অশ্লিল ভাষায় গালিগালাজ করেন। সুরঞ্জিতের অভিযোগ, ‘ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার ইঙ্গিত দিয়েছেন এমপি আয়েনের অনুসারীরা। এই হুমকি ও গালি দেওয়া বক্তব্যটি আমি রেকর্ড করি ও মোহনপুর থানায় সাধারণ ডায়েরি করেছি। উপজেলা ছাত্রলীগ এবং যুবলীগের সাধারণ সম্পাদকের এ ধরনের কর্মকান্ডে ও এমপি আয়েন উদ্দিনের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত। এদের কারণে আমরা স্বাধীনভাবে সব জায়গায় চলাফেরা করতে পারছি না। তাই জিডি করেছি।’
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্শেদ এবং যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ বলেন, পার্কের ভাঙচুরের ঘটনায় এমপির অনুসারীরা জড়িত না। পার্ক কর্তৃপক্ষের সাথে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের রাইডে উঠা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে সেটি মীমাংসা হয়ে গেছে। তবে এ ধরনের সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে এমপি মহোদয়ের মান-সম্মান ক্ষুণœ করাটা ঠিক নয়। আর তাকে হুমকি দেওয়ার অভিযোগও ভিত্তিহীন ও বনোয়াট।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675