• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আইপিএলের কোচ বাংলাদেশ দলে, কে এই জেমস প্যামেন্ট?

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৪:৩৩

আইপিএলের কোচ বাংলাদেশ দলে, কে এই জেমস প্যামেন্ট?

অনলাইন ডেস্ক : গুঞ্জন ছিল বোলিং বিভাগের নতুন কোচ নিয়ে। উমর গুল নাকি শন টেইট, এই আলাপটাই ছিল ক্রিকেটপাড়ায়। তবে অনেকটা সিলেবাসের বাইরে থাকা প্রশ্নের মতোই ফিল্ডিং কোচের খবর নিয়ে হাজির হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের ভূমিকায় আসছেন নিউজিল্যান্ডের জেমস প্যামেন্ট।

প্যামেন্টের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের পরিচিতি খানিক কম। খেলোয়াড়ি জীবন খুব বেশি সমৃদ্ধ ছিল না, সে কারণে পরিচিতিও সে অর্থে হয়নি। তবে কোচ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। চলতি আইপিএলের আগে পর্যন্ত তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ। তার পরিবর্তে এই আসরে দলটি এনেছে কার্ল হপকিন্সকে। আর ৭ বছর ধরে মুম্বাইয়ের দায়িত্বে থাকা প্যামেন্ট এখন বাংলাদেশের কোচের ভূমিকায়।

আরও পড়ুনঃ  স্টেডিয়ামে পুলিশ-সমর্থকদের সংঘর্ষে নিহত দুজন, ম্যাচ বাতিল

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ সাবেক এই ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজের আগেই যোগ দেবেন বলে জানানো হয়েছে বিসিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে। ৫৬ বছর বয়েসী প্যামেন্ট ইংল্যান্ডে জন্ম নিলেও পেশাদারি ক্রিকেট খেলেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ডের হয়ে।বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিল বিসিবি

১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ করেছেন ৩৫১ রান। গড় ১৬ এর কিছুটা কম। আর লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৩৩টি। এখানে তার রান ৯৩৩। ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত অকল্যান্ডের জার্সিতে খেলেছেন পেশাদার ক্রিকেট।

খেলোয়াড়ি জীবন দীর্ঘ না হলে বেছে নেন কোচিং পেশা। এখানেই পেয়েছেন সাফল্য। ২০১৮ সাল থেকেই জেমস প্যামেন্ট ছিলেন ভারতের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ। সহকারী কোচ হিসেবে খেলোয়াড়দের ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন। এরমাঝে নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবেও কাজ করেছে।

আরও পড়ুনঃ  ৪ বছর আর ২২ ম্যাচ পর বায়ার্নকে হারের স্বাদ চেনালো ইন্টার

জাতীয় দল বিবেচনায় এর আগে কাজ করেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তিনি ছিলেন দলের সঙ্গে। সেই সঙ্গে অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের সঙ্গে। এছাড়া নিউজিল্যান্ড ‘এ’ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে জেমস প্যামেন্টের।

আপাতত দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। নতুন এই দায়িত্বে যোগ দিয়ে প্যামেন্ট বেশ উচ্ছ্বসিত। জানালেন, দারুণ প্রতিভাময় বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ কবে কখন দেখে নিন

জেমস প্যামেন্ট প্রোফাইল

হাই পারফরম্যান্স কোচ, বে অব প্ল্যান্টি ক্রিকেট অ্যাসোসিয়েশন (২০০৬-২০০৯)
হাই পারফরম্যান্স কোচ, নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (২০০৮-২০১৭)
হেড কোচ, নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (২০১৩-২০১৭)
ফিল্ডিং স্পেশালিস্ট এন্ড ডেভলাপমেন্ট কোচ, নিউজিল্যান্ড জাতীয় দল (২০১০-২০১৩, ২০১৭)
ফিল্ডিং স্পেশালিস্ট এন্ড ডেভলাপমেন্ট কোচ, নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ (২০১২ বিশ্বকাপ)
কোচ এডুকেশন অ্যাডভাইজার, নিউজিল্যান্ড (২০১২-২০১৭)
ফিল্ডিং কোচ, মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৭-২০২৪)
খণ্ডকালীন কোচ, মার্কিন যুক্তরাষ্ট্র

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675