• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হত্যা করে লাশ হাসপাতালে রেখে গেল যুবক

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৬:১৮

হত্যা করে লাশ হাসপাতালে রেখে গেল যুবক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাবিল উদ্দিন (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কাবিল উদ্দিন পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। এ ছাড়া তিনি নিজের জমিতে চাষাবাদ করতেন। কাবিলের বাড়ি শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়িপাড়ায়। তাঁর বাবা শাহজাহান আলী একজন কৃষক।

আরও পড়ুনঃ  বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানিয়েছেন, গতকাল সোমবার গভীর রাতে একজন যুবক কাবিল উদ্দিনকে মৃত অবস্থায় ভ্যানগাড়িতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে ওই যুবক দ্রুত সেখান থেকে চলে যান। কাবিলের শরীরে লাঠি ও ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের পরিবার জানায়, কাবিল উদ্দিন গতকাল রাতে নিজের মোটরসাইকেলে করে পাশের গ্রামে একটি ওরস দেখতে যান, তবে রাতে আর বাড়ি ফিরে আসেননি। আজ ভোররাতে কাবিলের মৃত্যুর খবর শুনেন তাঁরা।

আরও পড়ুনঃ  অভিনব কায়দায় পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা

থানা-পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাবিল উদ্দিনের হত্যাকাণ্ডটি পরকীয়া-সংক্রান্ত কারণে ঘটেছে। নিহতের পরিবারও এ ঘটনায় সন্দেহ প্রকাশ করছে। কাবিলের মোটরসাইকেলটি একই গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কাবিলকে হাসপাতালে নিয়ে যাওয়া যুবকের নাম সজীব। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। নিহত কাবিল উদ্দিনের বাবা শাহজাহান আলী তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ভরিতে স্বর্ণের দাম ১ হাজার টাকা কমলো
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১১:৫৩
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১১:৫৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675