• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুলিশের অভিযানে গাঁজা ও চোলাইমদ উদ্ধার : গ্রেপ্তার ৩

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৬:৩০

পুলিশের অভিযানে গাঁজা ও চোলাইমদ উদ্ধার : গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বেলপুকুর ও কর্ণহার থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫২০ গ্রাম গাঁজা ও ৮ লিটার দেশী চোলাইমদসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপুকুর ও কর্ণহার থানা পুলিশ।

বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: আরফান আলী (৪০) রাজশাহী নগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকার মৃত নুরুল হকের ছেলে ও কর্ণহার থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মজিজুল ইসলাম (৬৫) ও মো: মফিজ (৫০)। মজিজুল ইসলাম রাজশাহী নগরীর কর্ণহার থানার সাহাপুর এলাকার মৃত মনতাজ আলীর ছেলে এবং মফিজ একই এলাকার মৃত মাহমুদের ছেলে।

আরও পড়ুনঃ  আগামীকাল এসএসসি পরীক্ষা, রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৭ এপ্রিল রাতে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে এক ব্যক্তি গাঁজা চাষ করছে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলে কটুক্তি, সংঘর্ষে আহত ১০, আটক ১

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর পুলিশের এসআই মো: সিদ্দিকুর রহমান ও তার টিম গতকাল রাত সাড়ে ১১ টায় বেলপুকুর থানার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আরফান আলীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে কর্ণহার থানার এসআই শ্রী নিতাই কুমার সাহা ও তার টিম গতকাল ৭ এপ্রিল রাত সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কর্ণহার থানার শিশাপাড়া এলাকা থেকে আসামি মজিজুল ইসলাম ও মফিজকে ৮ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৭ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেলপুকুর ও কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675