ঢাকাSunday , 20 April 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বানেশ্বরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

subadmin
April 20, 2025 3:25 pm
Link Copied!

এস এম আব্দুর রহমান, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর মসজিদ মার্কেটের সামনে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ।

রবিবার (২০এপ্রিল) সকালে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১ মাস ধরে ভারসাম্যহীন এই যুবক বানেশ্বরে ঘুরে বেড়াতো। পাশাপাশি ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলো, সে রাতে কখন কথায় থাকতো তা কেউ সে ভাবে খেয়াল করে নি কখনও।

বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল বলেন, নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। সে একজন পাগল ছিলো বানেশ্বরে কিছু দিন ধরে তাকে দেখা যেত। হঠাৎ সকালে শুনি তিনি মসজিদ মার্কেটের আউয়াল এর দোকানের সামনে মরে পরে আছে। তাকে দেখে পুঠিয়া থানায় খবর দিলে ওসি সাহেব এসে দেখে ভারসাম্যহীন মানুষিক পাগল অসুস্থ তাই তিনি রাতের যে কোন সময় মারা গেছে। তাই তাকে দাফনের জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আমি বানেশ্বরের কোন কবর স্থানে তাকে দাফনের জন্য ব্যবস্থা নিচ্ছি।

পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, অজ্ঞাত নিহত ঔ যুবক মানসিক ভারসাম্যহীন রুগী ছিলো। তাকে স্থানীয়রা কিছুদিন ধরে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছে। তার নাম পরিচয় জানা যায়নি। তার কোন পরিচিত লোকজন না পাওয়ায় মরদেহটি উদ্ধার করে বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করে দিয়েছি । তিনি দাফন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।