ঢাকাSunday , 20 April 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

পর্দার মা-ছেলে, বাস্তবে স্বামী-স্ত্রী

subadmin
April 20, 2025 5:49 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : নায়ক-নায়িকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা খুব সাধারণ। মূলত শুটিং সেট থেকেই শুরু হয় এসব প্রেমের গল্প; আর সে থেকে বিয়ের ঘটনাও অহরহ। তাদের মধ্যে এক দম্পতির কথা না বললেই নয়; যারা একসময় ক্যামেরার সামনে ছিলেন মা-ছেলের চরিত্রে!

বলা বাহুল্য, এই দম্পতির গল্প অন্যসব তারকা দম্পতিদের মতো না। হিন্দি সিরিয়াল ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’-তে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী কিশ্বর বণিক। একই ধারাবাহিকে তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন সুয়াশ রায়। কিন্তু কেউ ভাবতেই পারেনি, এই দুই অভিনয়শিল্পী প্রেমে পড়বেন। বিষয়টি নিয়ে চমকানোর আরও একটি কারণও তাদের বয়সের পার্থক্য।

অভিনেত্রী কিশ্বরের চেয়ে বয়সে আট বছরের ছোট অভিনেতা সুয়াশ রায়। ১১ বছর আগে পর্দায় তাদের মা-ছেলের রসায়ন দর্শকের কাছে জমেও উঠেছিল বেশ। একপর্যায়ে অভিনেত্রী ঘোষণা করেন, বয়সে আট বছরের ছোট সুয়াশকে বিয়ে করতে চলেছেন তিনি।

তাদের সম্পর্কের মাঝে শুধু বয়স নয়, প্রতিবন্ধকতা হতে পারতো ভিন্ন ধর্মের বিষয়টিও। কিশ্বর মুসলিম, আর সুয়াশ ছিলেন একটি হিন্দু পাঞ্জাবি পরিবারের সন্তান। তবে, কিশ্বর স্পষ্ট করে বলেছেন, ধর্ম কখনোই তাদের বিয়ের পথে বাধা ছিল না। ২০১৬ সালে দুজনের বিয়ে হয়।

এই দম্পতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল অনেক আগেই। কিন্তু, সুয়াশের পরিবার এ নিয়ে বিরোধিতা করেন। আর বিরোধিতার কারণ ছিল বয়সের পার্থক্য। পরে সুয়াশ তার মা-বাবাকে বুঝিয়ে রাজি করান। অবশেষে তাদের প্রেম বিবাহে পরিণত হয়।

বিয়ের পর অবশ্য এই দম্পতিকে ট্রলের মুখেও পড়তে হয়েছিল। সমালোচনা হয় দুজনের বয়সের পার্থক্য নিয়ে। যদিও তারা সাংসারিকভাবে সুখী, তাদের ঘরে রয়েছে একটি পুত্রসন্তানও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।