জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে আপত্তিকর অবস্থায় চাচি ও ভাতিজাকে পেয়ে উভয়কে বাড়ির আঙিনায় দড়ি দিয়ে বেঁধে রেখেছেন স্বামী। শনিবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনাটি চাঞ্চলের সৃষ্টি করে। তাদের দেখতে ভিড় করে এলাকার নারী ও পুরুষরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় দড়ি দিয়ে খুঁটির সঙ্গে এক যুবককে এবং পাশের একটি লিচু গাছের সঙ্গে এক মাঝবয়সী নারীকে বেঁধে রাখা হয়েছে। তাদের দেখতে ভিড় করেছে এলাকার নারী ও পুরুষরা। খবর পেয়ে সেখানে এসেছেন গ্রামপুলিশও।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বেড়িয়ে যান ওই নারীর স্বামী। এ সময় তিনি (স্বামী) লক্ষ করেন তার ব্যবহৃত ওষুধ (ইনহেলার) বাড়িতে রেখে এসেছেন। ওষুধটি নিতে তিনি পুনরায় বাড়িতে ফিরে গেলে তার শয়নঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় তার স্ত্রী ও ভাতিজাকে দেখতে পান। এ সময় গ্রামবাসীর সহায়তা নিয়ে তাদের হাতেনাতে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন।
ওই ভ্যান চালক বলেন, ‘বাড়িতে ফেলে আসা ওষুধ নিতে গিয়ে ভাতিজার সাথে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাদের ধরে ফেলি। আগে থেকেই তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। আজ প্রমাণসহ হাতেনাতে তাদের আটক করেছি।’
ওই নারীর বাবা বলেন, ‘খবর পেয়ে এসে দেখি আমার মেয়েকে লিচুগাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ ঘটনায় আমার মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘ভাতিজার সঙ্গে চাচির অপত্তিকর অবস্থায় গ্রামবাসী আটক করেছে- এমন খবর পেয়ে সেখানে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটিকে স্বামী তালাক দিয়েছেন। পরবর্তীতে তাদের বিয়ে দেওয়া হয়।’