• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৬:২২

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক : কথা ছিল ওয়ানডে সিরিজের। তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলেই কি না পাকিস্তান এবং বাংলাদেশ দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনের। মে মাসে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে ৫ ম্যাচের সিরিজ খেলতে আর পাকিস্তান দল বাংলাদেশ সফর করবে জুলাই মাসের মাঝামাঝি সময়ে।

বিসিবির এক মুখপাত্রের সূত্রে প্রকাশ– ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে ২০, ২২ ও ২৪ জুলাই। তবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। এরইমাঝে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশ করা হলো বাংলাদেশের সফরের সম্ভাব্য সূচি। সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে মে মাসের শেষদিকে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

আরও পড়ুনঃ  রিশাদের দলের হার দিয়ে শুরু পিএসএল

গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত আছে এই স্টেডিয়ামে। সবশেষ সেই ম্যাচেও ছিল বাংলাদেশ। ১৭ বছর পর ফয়সালাবাদে প্রত্যাবর্তনের ম্যাচেও থাকবে টাইগারদের নাম।

আরও পড়ুনঃ  আইপিএলে ভিন্ন রকমের প্রতিযোগিতায় তিন দলের তিন পেসার

প্রাথমিক সেই পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এটিকে।

আরও পড়ুনঃ  পিএসএলের প্রাইজমানি ঘোষণা, আইপিএল-বিপিএলের চেয়ে কতটা পার্থক্য

দুই দেশের মধ্যেকার পরের সিরিজ জুলাই মাসে। এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। এই সিরিজে তিনটি ‍টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিষয়ে বিসিবি ও পিসিবির সভাপতি গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আলোচনা করেছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675