পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
তারা হচ্ছে মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) ও সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন জানান, দুপুরে শিশুরা লুকোচুরি খেলছিল। খেলার সময় হামিদা সাইফাকে নিয়ে তার ফুফাতো ভাই মিলনের বাড়িতে গিয়ে ফ্রিজের আড়ালে গিয়ে লুকায়। তখন বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়।
কামাল হোসেন জানান, ফ্রিজের পাশে লুকাতে গিয়ে শিশু দুটি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল দেখে এসেছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।’