স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের গাড়াগাছী এলাকায় অবৈধভাবে পুকুর খননের নামে মাটি পরিবহন বন্ধে অভিযান চালিয়েছে পুঠিয়া উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে খননযন্ত্র চালককে আটক করে পচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ইউনিয়নের মংগলপাড়া বিলে বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।
পুঠিয়া উপজেলা প্রশাসন জানিয়েছেন, ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের নামে মাটি পরিবহন করা হচ্ছিল। ঘটনাস্থলে উপস্থিত হয়ে খননযন্ত্র চালককে আটক করা হয়েছে। এ সময় খননকাজে ব্যবহৃত দুইটি ব্যাটারি জব্দ করা হয়েছে। এছাড়াও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারার অপরাধে ১৫(১) ধারায় তাকে পচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, অনুমতি ছাড়া পুকুর খননের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের কার্যক্রমের ফলে কৃষিজমির ক্ষতি হয় ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারার অপরাধে ১৫(১) ধারায় খননযন্ত্র চালককে ৭৫ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও দুইটি ব্যাটারি জব্দ করা হয়েছে। অবৈধভাবে পুকুর খননের নামে মাটি পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এই উপজেলায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ৯ মাসে এ উপজেলায় মোট ১৭টি মামলা করা হয়েছে। এছাড়াও জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৯০ হাজার টাকা ও ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এক্ষেত্রে তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি ও পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।