• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জণের আহ্বান

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৯:৪৮

বাগমারায় ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জণের আহ্বান

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়নের সর্বস্তরের মুসল্লীবর্গের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটিতে নির্বিচারে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও বর্বরতার প্রতিবাদ জানিয়ে তাদের তৈরি সকল পণ্য ও সেবা সামগ্রী বর্জণের ডাক দিয়েছেন ইউনিয়নের সর্বস্তরের মুসল্লিরা।

বুধবার ৯ এপ্রিল বিকাল ৪টায় এই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইজরাইলি বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২

সমাবেশে শান্তিপুর মাদ্রাসার শিক্ষক মোঃ আরিফুল ইসলাম বলেন ফিলিস্তিনিদের সাহায্য করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। এটা বড় আফসোসের কথা।

কাতিলা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ শাহাবুল ইসলাম বলেন বাংলাদেশের বাজারে ইসরাইলি পণ্যের যে আধিপত্য তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রাজশাহীতে উদ্যাপিত হবে পহেলা বৈশাখ

প্রতিবাদ সভায় স্থানীয় আলেম মোঃ জুলকার নাইম বাবু বলেন আমাদের দেশে ইসরাইলি পন্যের আর কোন ঠাই চলবেনা। আমরা তাদের সকল পন্য আজ থেকে বর্জন করলাম।

হাফেজ আবুল কালাম আজাদ তার বক্তৃতায় বলেন যেখানেই মুসলমা অত্যাচারিত হবে সেখানেই আমাদের প্রতিবাদ করতে হবে। আজ ফিলিস্তিনের উপর যে অত্যাচার করা হচ্ছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুনঃ  বিপুল উৎসাহে রাজশাহীতে উদ্যাপিত হলো বাংলা নববর্ষ

এ সময় উক্ত প্রতিবাদ সভায় ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় বিএনপি নেতা শামছুর রহমান, মোঃ তুহিন হোসেন,জুয়েল রানা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675