• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমার স্বামীকে আমার কাছে ফিরায় দেন, তারে দেশে নিয়া আসেন : স্ত্রী শারমিন

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ১:৩৯

আমার স্বামীকে আমার কাছে ফিরায় দেন, তারে দেশে নিয়া আসেন : স্ত্রী শারমিন

ফরিদপুর জেলা প্রতিনিধি : কী দিন আল্লাহ আমারে দিয়া গেলো রে? তিন অবুঝ শিশুরে আমি ক্যামনে বাঁচায় রাখবো। আমি আমার স্বামীরে দেখতে চাই। আমার স্বামীকে আমি চাই। আপনাদের কাছে আবেদন আমার স্বামীকে আমার কাছে ফিরায় দেন তারে দেশে নিয়া আসেন। তারে দেশে পাঠাইয়া দেন। সে না আইলে আমার সন্তানদের এখন দেখবে কে?

সৌদি আরবে গাড়ি চাপায় হাবিবুর রহমানের (৪২) মৃত্যুর খবর পেয়ে এভাবেই বিলাপ করছিলেন তার স্ত্রী শারমিন আক্তার (৩৫)। স্বামীর এ করুণ মৃত্যুকে মেনে নিতে পারছেন না তিনি।

আরও পড়ুনঃ  বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা

বিলাপ করতে করতে শারমিন আক্তার বলছিলেন, ঈদুল আজহার আগে দেশে আসার কথা বলেছিলেন হাবিবুর। বলেছিলেন এক সাথে সবাই ঈদ করবো।

হাবিবুর রহমান শেখ ও শারমিন দম্পতির তিন সন্তানের মধ্যে বড় মেয়ে লিমা আক্তার (১৭) ভাঙ্গা পৌর শহরের দাড়িয়ার মাঠ মাদ্রাসায় পড়াশোনা করে। দ্বিতীয় সন্তান ছেলে সামিউল শেখ (১১) বাড়ির কাছের খামিনার বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ছোট মেয়ে আয়শা আক্তার (৫) এখনও পড়াশোনা শুরু করেনি।
হাবিবুর রহমানের বাড়ি গিয়ে দেখা যায় বড় মেয়ে লিমা ও ছেলে সামিউল কান্নাকাটি করলেও ৫ বছর বয়সী ছোট মেয়ে আয়শা আক্তার (৫) একেবারেই নীরব। সে হয়তো এখনও জানে না তার কী সর্বনাশ হয়ে গেছে।

আরও পড়ুনঃ  নাটোরে আদালতের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, আটক ৪

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় হাবিবুর রহমানের। তার পারিবারিক সূত্রে জানা যায়, ১৪-১৫ ধরে সৌদি আরবে কাজ করছিলেন। মঙ্গলবারও দাম্মাম শহরে সড়ক ডিভাইডারের (বিভাজন) কাজ করছিলেন। এ সময় দ্রুত গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  নাটোর গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

সর্বশেষ দুই বছর আগে তিনি দেশে এসেছিলেন। আগামী ঈদুল আজাহার আগে তার দেশে আসার কথা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাবিবুর রহমান শেখের শ্যালক আলাউদ্দিন শেখ (২৫) বলেন, ঘটনার ঘণ্টা দুই পরে আমরা খবর পাই যে, দুলাভাই গাড়িচাপায় মারা গেছেন। এরপর আমরা দুলাভায়ের রুমমেটের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের বাকিটা জানান।

লাশ দেশে আনার ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাবো বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675