স্টাফ রিপোর্টার :, চারঘাট : সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি) ও সমমানের পরিক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা চলে।
চারঘাট উপজেলায় নয়টি কেন্দ্রে এক যোগে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর চারঘাট উপজেলায় ২ হাজার ৯ শত ৭৪ জন পরিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহন করেছেন এবং অনুপস্থিত পরিক্ষার্থী ৭৪ জন। চারঘাট বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) টুকটুক তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, কেউ যদি প্রশ্ন ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সাথে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহন করার নিদের্শ দেয়া হয়েছে। সুষ্ঠ, সুন্দর ও নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অসদুপায় অবলম্বনের কোন খবর পাওয়া য়ায়নি বলে জানান তিনি।