• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিবগঞ্জে বিএনপির ২ কর্মী গুম ও তার পরিবারকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৩:২৪

শিবগঞ্জে বিএনপির ২ কর্মী গুম ও তার পরিবারকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গুম হওয়া বিএনপির ২ কর্মীকে জীবিত উদ্ধার ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং বিভিন্ন ভাবে হয়রানির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এলাকাবাসীর আয়োজনে মহাসড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল করেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ।

বিক্ষোভ মিছিল শেষে ধোবড়া বাজার এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেতাউর রহমান, সদস্য রোমান পারভেজ, কানসাট ইউনিয়ন শাখা ছাত্রদল নেতা মঈন আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল আহম্মেদ, গুম হওয়া মিজানুর রহমান ও রেজাউল করিমের পিতা আইনাল হক ও বড় ভাই আরিফুল ইসলামসহ অন্যরা।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

এসময় বক্তৃতা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিএনপি কর্মী মিজানুর রহমানকে বাড়ি থেকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিম কে একটি ছাত্রাবাস থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে যায়।

এরপর থেকে তাদের কোন হদিস পাওয়া। পরিবারের পক্ষ থেকে পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের দ্বাওে দ্বারে ধর্ণা দিয়েও কোন তথ্য পাইনি। শুধু তাই নয়, ওই ঘটনার পর থেকেই সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী ও তার দোসর বাহিনী মিজানুর রহমান ও রেজাউল করিমের পরিবারকে বিভিন্ন ভাবে একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

এমনকি সাম্প্রতিককালে ধোবড়া বাজারে অবস্থিত মিজানুর রহমান ও রেজাউল করিমের বড় আরিফুল ইসলামের আমের আড়তে আগুন দিয়ে প্রায় ৬ হাজার ক্যারেটসহ প্রায় ১৬ লাখ টাকার আসবাবপত্র পুড়িয়ে দেয়। এঘটনায় আরিফুল ইসলাম মামলা করলে আসামীরা জামিনে মুক্ত হয়ে এসেই গুম হওয়ার বিএনপির দুই কর্মীর পরিবারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ ও অপপ্রচার করে আসছে।

আরও পড়ুনঃ  মুকসুদপুরে খুরশিদা খানম হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, খুনি বাদল ঠাকুরের ফাঁসির দাবি

উল্লেখ যে, ২০১৬ সালে মিজানুর রহমানকে বাড়ি থেকে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিম কে একটি ছাত্রাবাস থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোন হদিস পাওয়া যাচ্ছে না। গুম হওয়া মিজানুর রহমান ও রেজাউল করিম কে খুঁজে পেতে মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675