• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আইন নিজের হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৭:০৩

আইন নিজের হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইন নিজের হাতে তুলে না নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই আইন প্রয়োগ করবেন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কোনো ধরনের স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হচ্ছে না। যে অন্যায় করবে তাকেই আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  রাতের মধ্যে ঢাকাসহ ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আজ বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, পুলিশের কাছে আমাদের অনেক প্রত্যাশা। কিন্তু তাদের আবাসন, খাওয়া, পরার নানান ধরনের সমস্যা রয়েছে। বিষয়টি আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। পুলিশের এই অবস্থার উন্নতি করতে হবে, তাদেরকে সহযোগিতা দিতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রসঙ্গে তিনি বলেন, যে যা-ই বলুন আমরা রমজানে লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে।

আরও পড়ুনঃ  নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা ছিনিয়ে নেয়া আসামি উদ্ধারে সক্ষম হয়েছি। তবে এ ব্যাপারে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

অনেক সময় অ্যাকশন নিতে বিলম্ব হয়, কারণ আমরা পুলিশের যানবাহন সংকটসহ অনেক চাহিদা এখনো পূরণ করতে পারিনি।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে আরো ১৬৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী অস্ত্র উদ্ধার হয়নি, তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে ইন্টারপোলে চিঠি প্রেরণ পরবর্তী অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, চিঠির আপডেট এখনো আগের পর্যায়ে রয়েছে। অগ্রগতি হলে সবাই জানতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সুনামগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675