• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা কাটাকাটি বাঘায় তিন ভাইকে কুপিয়ে যখম

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৭:৫৭

স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা কাটাকাটি বাঘায় তিন ভাইকে কুপিয়ে যখম

মোহাঃ আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা কাটাকাটির জেরধরে তিন ভাইকে চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ( ৯ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাউসা হেদাতিপাড়া গ্রামের আফতার আলীর ছেলে জেকের আলী (৫০), একের আলী (৪৫) এবং
আরশাদ আলী (৪০)।
এলাকা সূত্রে জানা গেছে, আরশাদ আলীর সন্দেহ তাঁর স্ত্রী পরকীয়ায় লিপ্ত। এমন সন্দেহ থেকে প্রায়ই প্রতিবেশি আসমত আলী ছেলে মারফত আলীর ঝগড়ার হয়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাঝপাড়া বাজারে মারফত আলীর সাথে আরশাদ আলীর কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মারফত আলী কাছে থাকা চাকু দিয়ে কুপিয়ে আরশাদ আলীকে জখম করে। পরে তার ভাই জেকের আলী ও একের আলী এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জেকের আলী ও আরশাদ আলীর অবস্থা আশংঙ্কাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675