• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘পাকিস্তান দল ভারতে যাবে কি না, সেই সিদ্ধান্ত আফ্রিদি নেবে না’

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ৩:০৪

‘পাকিস্তান দল ভারতে যাবে কি না, সেই সিদ্ধান্ত আফ্রিদি নেবে না’

অনলাইন ডেস্কঃ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে সফর করবে না ভারতীয় ক্রিকেট দল। এমনটি অনেক আগেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআই। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) পাল্টা জবাব দিয়ে জানিয়েছে, অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তারা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি চান, বিশ্বকাপ খেলতে ভারতে যান বাবর আজমরা।

আরও পড়ুনঃ  প্রথমবার গোলাপি বলে দিবারাত্রির টেস্ট হতে যাচ্ছে বাংলাদেশে

যেখানে ট্রফি জিতে বিসিসিআইকে কষে চড় মারুক। তবে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানান, বিশ্বকাপে খেলতে যাওয়ার সিদ্ধান্ত আফ্রিদি নেবে না।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত শহিদ আফ্রিদি নেবে না, জয় শাহ কিংবা আমিও নেব না। সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে তাদের সরকারের ও পাকিস্তানের পক্ষ থেকে আমাদের সরকার নেবে।

আরও পড়ুনঃ  রাস্তার পাশে জিলাপি বিক্রি করছেন ফুটবলার

পাকিস্তান সরকার যদি বলে আমাদের দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারে, তাহলে আমরা নিশ্চয়ই যাব।’
এর আগে আফ্রিদি বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি না পিসিবি কেন এতটা একগুঁয়েমি করছে। তারা বলেই যাচ্ছে আমরা ভারতে যাবে না। তাদের পরিস্থিতিটা সরলভাবে নেওয়া উচিত এবং বোঝা দরকার একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ  চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত!

সেটা ইতিবাচকভাবে নিয়ে খেলতে যাওয়া উচিত। আপনার ছেলেদের বলুন ট্রফি নিয়ে আসতে। পুরো জাতি আপনার পাশে থাকবে। এটা শুধু আমাদের জন্য বড় জয়ই হবে না, বিসিসিআইর মুখে কষে একটি চড় মারাও হবে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675