• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি পরীক্ষা

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ১০:২৭

রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো রাজশাহীতেও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা অবাদ, সুষ্ঠ ও সুন্দরভাবে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পরীক্ষা চলাকালে সকালে পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) উম্মে কুলসুম সম্পা ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) উম্মে কুলসুম সম্পা বলেন, এবার এসএসসিতে রাজশাহী জেলায় ৮৯টি কেন্দ্রে ৩৭ হাজার ২০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। জেলার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা চলছে। প্রতিটি কেন্দ্রে একজন সরকারি কর্মকর্তা নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটরাও পরীক্ষাকেন্দ্রগুলোতে যাচ্ছেন।
তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনিও চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন। পরীক্ষার সার্বিক পরিস্থিতি ভাল। শিক্ষার্থীরাও আধাঘণ্টা আগেই পরীক্ষাকেন্দ্রে এসেছে। এবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কোনো সুযোগ নেই।
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মোট শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675