হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার আউচপাড়া ইউনিয়নের লাহার আলী হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসা ও এতিমখানায় হ্যান্ডস টুগেদার ইনিসিয়েটিভস (এইচটিআই) এর পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্পের আয়োজন করা হয়।
রাজশাহীর নওদাপাড়া আম চত্বরের আধুনিক চক্ষু হাসপাতালের সহযোগিতা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প পরিচালিত হয়।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, লাহার আলি হাফেজিয়া ও ক্বওমিয়া মাদ্রাসা মুহতামিম আমজাদ হোসেন, রাজশাহী প্রিমিয়ার ব্যাংক পিএলসির ম্যানেজার হেলাল উদ্দিন, রাজশাহী রুপালি ব্যাংক পিএলসি লক্ষীপুর শাখার ম্যানেজার রাকিব হাসান, রাজশাহী জনতা ব্যাংক পিএলসি হড়গ্রাম শাখার ম্যানেজার শাফিকুর, হ্যান্ডস টুগেদার ইনিসিয়েটিভসের সভাপতি নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুলাহ আল সাইফ, এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প উপলক্ষে ২৫০ জনকে সেবা দেওয়া হয়েছে। হ্যান্ডস টুগেদার ইনিসিয়েটিভস ৫ বারের মতো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন নওদাপাড়া আম চত্বরের আধুনিক চক্ষু হাসপাতালের ডা: রেশমাতুল জান্নাত এমবিবিএস (আরএমসিএইচ), রায়হানুল হক, ডিএমএফ চেকমো প্রমুখ।