• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ১১:০৫

বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা

মোহা: আসলাম আলী, বাঘা : রাজশাহী বাঘায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক কৃষককে ভুট্টা খেতে ঘাস কাটায় কুপিয়ে হত্যার অভিযোগ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল৫২) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরকালিদাসখালী এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরকালিদাস খালী গ্রামের ফজল শেখের ছেলে।
নিহতের মামা আলী হোসেন ও তার বাবা ফজল শেখ জানান, গত বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য ঘাস কাটার উদ্দেশে উপজেলার চকরাজাপুর ইউনিয়নে চরকালীদাসখালী মাঠে (সড়ক ঘাটের নিচে) যায় শফিকুল ইসলাম। সেখানে বাঘা পৌরসভার ৯ নং ওয়ার্ড মর্শিদপুর গ্রামের জিন্নাতের ছেলে বিয়াস মাঠে গিয়ে দেখে তার ভুট্রার ক্ষেতে শফিকুল ইসলাম ঘাস কাটছে। এসময় ক্ষুব্ধ হয়ে তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে কুপিয়ে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এসময় মাঠ পাহারাদার হাবলু মারাত্মক জখম অবস্থায় পড়ে থাকতে দেখে নিহত শফিকুলের বাড়ীতে খবর দেয়। খবর পেয়ে নিহত শফিকুলের আত্নীয়-স্বজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেশমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে ডাঃ রেশমা আক্তার বলেন, অধিক রক্ত স্খলন হয়ে মেডিকেলে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরিবার ও এলাকাবাসী জানান, সে একজন সহজ- সরল ও পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ ছিলেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান আসাদ বলেন, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। লাশের প্রাথমিক সুরাত হাল রিপোর্ট তৈরি করে আগামীকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675