ঢাকাTuesday , 22 April 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার আইয়ারের বোন

subadmin
April 22, 2025 8:04 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছিল গত রোববার। কিন্তু সেই ম্যাচে একটি মুহূর্তের রেশ এখনও কাটেনি। পাঞ্জাবের করা ১৫৭ রান তাড়ায় জয়ের পর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দিকে তাকিয়ে বুনো উদযাপন করেন বেঙ্গালুরু তারকা বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই তা ঠিক উপভোগ করেননি আইয়ার। সেই সময় তাদের মধ্যে কী কথা হয়েছিল তা জানা না গেলেও, তাদের পক্ষে-বিপক্ষে তর্কে হাজির হয়েছেন নেটিজেনরা।

দুই ক্রিকেট তারকাকে নিয়ে আলোচনা-সমালোচনার সেই রেশ গিয়ে পড়েছে আইয়ারের বোনের ওপর। নেটপাড়ায় তাকে ট্রোল ও সমালোচনার আক্রমণেও বিদ্ধ করছেন নেটিজেনদের একাংশ। যা দেখে চুপ থাকতে পারেননি ভারতীয় এই তারকার বোন শ্রেষ্ঠা আইয়ার। যেখানে তিনি সমালোচকদের একহাত নিয়েছেন।

এর আগে পাঞ্জাবের বিপক্ষে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করে কোহলি যেভাবে আইয়ারের দিকে তাকিয়ে উদযাপন করেছিলেন, তা মোটেই ভালোভাবে নেননি তিনি। যদিও দেখে মনে হয়েছিল কোহলি নিছকই মজার ছলেই এমনটা করেছেন, পরে এসে আবার পাঞ্জাব অধিনায়কের সঙ্গে তিনি হাতও মেলান। খানিক বাদে আবার বেশ কিছুক্ষণ উভয়কে কিছু নিয়ে কথা বলতে দেখা যায়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে, যাকে কেউ কেউ বিবাদ বলে উল্লেখ করছেন, আবার কারও মতে– দুজনের মাঝে স্বাভাবিক খুনসুটিই হয়েছে।

মাঠে ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যদের উপস্থিত হওয়ার বিষয়টি এখন খুবই স্বাভাবিক। আইয়ারের বোন শ্রেষ্ঠাকেও প্রায়শই ভাইয়ের দলের সমর্থনে গলা ফাটাতে দেখা যায়। তাই হয়তো তাকেও সমালোচনার অংশ বানিয়ে নিয়েছে নেটিজেনরা। এর প্রতিবাদ জানিয়ে শ্রেষ্ঠা আইয়ার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘মানুষ এতটা নিচে নামতে পারে যে, তারা কেবল সমর্থনের জন্য আমার পরিবারকে দোষারোপ করছে। সত্যিই হতাশাজনক। আমরা শারীরিকমভাবে উপস্থিত থাকি বা দূর থেকে গলা ফাটাই, দলের প্রতি আমাদের সমর্থন অটুটই থাকবে।’

তিনি আরও লিখেছেন, ‘যারা আমার দিকে আঙুল তুলছেন, তাদের বলছি, আপনাদের অগভীর মানসিকতা কেবলই হাস্যকর নয়, বরং লজ্জাজনকও। আমি অসংখ্য ম্যাচে মাঠে থেকেছি। ভারত এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেও। বেশিরভাগ জয়েই স্বাক্ষী হয়েছি। আমার মনে হয়, আপনি যখন পর্দার আড়াল থেকে ট্রোলিংয়ে ব্যস্ত থাকেন, তখন আপনার কাছে এসব তথ্যের কোনো গুরুত্ব থাকে না। আমি আমার ভাই ও তার দলের জন্য সবসময়ই গর্বিত এবং ইতিবাচক সমর্থক হিসেবেই থাকব।’

সমালোচকদের জন্য আক্ষেপ প্রকাশ করে আইয়ারের বোনের দাবি— ‘আপনাদের ভিত্তিহীন সমালোচনা আমাকে নাড়াতে পারবে না, এতে কেবলই আপনার অজ্ঞতা প্রকাশ পাবে। জয় হোক বা হার, আমি ভাইদেরই সমর্থন করব, এটাই সত্যিকারের সমর্থন। আজ তাদের (পাঞ্জাব) দিন ছিল না। কিন্তু পরাজয়ও খেলার অংশ। অনলাইনে ঘৃণা প্রকাশ করার চেয়ে বেশি কিছু যদি জানতেন। তাই পরেরবার, এমন কাউকে খুঁজতে আসার আগে দু’বার ভাববেন, যে আসলে আপনি যা করতে পারেন না, সেটাই কেউ করে দেখাচ্ছে।’

খেলার মাঠে নির্দিষ্ট ঘটনার জের ধরে সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের পরিবার আক্রমণের শিকার হওয়ার ঘটনা ভারতে নতুন নয়। এর আগেও একই রকম আচরণের মুখে পড়েন শুভমান গিলের বোন এবং লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেঠিরা। হুমকি থেকে বাদ যাননি রোহিত শর্মার ছোট কন্যাসন্তানও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০