ঢাকাTuesday , 22 April 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা মামলার প্রতিবাদে নগরীতে মানববন্ধন, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ দাবি

subadmin
April 22, 2025 9:56 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলাকার বাসিন্দা মোছাঃ আদরী খাতুনের নামে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদরী খাতুনের পরিবার ও এলাকাবাসীর অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীর মেয়ে অভিযোগ করেন, “আমার মায়ের নামে আমার চাচী ও চাচাতো ভাই মিথ্যা মামলা করেছেন। এখন তো ডিজিটাল যুগ, মিথ্যা মামলা করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমার মাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।”

তিনি আরও বলেন, আমরা চাই পুলিশের কাছে থাকা ভিডিও ফুটেজ সংগ্রহ করে সত্য উদঘাটন করা হোক। পুলিশ কমিশনার বরাবর দরখাস্ত দেবো, আপনারাও আমাদের সহযোগিতা করুন।

মানববন্ধনে বক্তারা জানান, মামলার ঘটনার সময় আদরী খাতুন তার মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এরপরও তাকে একটি হত্যা মামলার আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

আদরী খাতুনের মেয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার মাকে যদি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হয়, তাহলে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে আবারও আন্দোলনে নামবো।

এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০