অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, সংস্কার ব্যতীত নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। শুধু নির্বাচনই সব সমস্যার সমাধান নয়। অতীতেও অনেক নির্বাচন হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি বরং সমস্যা সমস্যার জায়গায় রয়ে গেছে। এজন্য নির্বাচনের আগে অন্তত এমন সংস্কার করা উচিত যে সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটাধিকারের পরিবেশ নিশ্চিত হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ইসলাম ও সভ্যতাবিরোধী আখ্যা দেন তিনি। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের সংগঠিত হত্যার বিচার, দুর্নীতি ও চাঁদাবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা সভাপতি মাও. ওমর আলী সভাপতিত্বে ও মোহাম্মদ আলী ওলিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশর সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান বলেন, ইসলামী রাষ্ট্র গঠনে দেশের সব ইসালামী মনা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামী শাসনে দেশ ও জাতির কল্যাণের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি এসএম রেজাউল করিম সরদার, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা সভাপতি মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মুজিবুর রহমান, মুফতি ওমর হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান গোলদার, মো. আবু নাঈম গোলদার, এস এম ইনামুল হাসান সাঈদ, মো. ফরহাদ মোল্লা প্রমুখ।