• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোর গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ৩:৩২

নাটোর গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার কুমারখালী এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক জাকারিয়া হোসেন পার্শ্ববর্তী বিয়াঘাট এলাকার আমির হোসেনের ছেলে। তিনি কুমারখালী এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করে কৃষিকাজ করেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর মামলায় রুয়েট কর্মকর্তা কারাগারে

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে এক নারী কুমারখালী মাঠের একটি পুকুরে হাঁসের জন্য শামুক কুড়াতে যান। এ সময় একা পেয়ে জাকারিয়া তাকে কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জাকারিয়া ওই নারীকে জোরপূর্বক জাপটে ধরে পাশের ভুট্টাখেতে নিয়ে ধষর্ণের চেষ্টা করেন। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে জাকারিয়া তার হাতে থাকা কাঁচি দিয়ে ওই নারীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী রক্তাক্ত শরীর নিয়ে মাঠের পাশের একটি বাড়ির উঠানে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে দুই সন্তানের জননী ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। তার গলা, কানের নিচে, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক জাকারিয়া পলাতক রয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৭ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫

এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675