ঢাকাWednesday , 23 April 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ দিনেও খেলা শুরু হতে বিলম্ব

subadmin
April 23, 2025 2:57 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : সিলেট টেস্টের তৃতীয় দিনের অনেকটা সময় গিয়েছিল বৃষ্টির কাছে। সীমিত খেলাতেও অবশ্য বাংলাদেশ দাপট দেখিয়েছে। জিম্বাবুয়ের কাছ থেকে ম্যাচের লাগামটাও অনেকটাই নিজেদের কাছে নিয়ে এসেছিল নাজমুল হোসেন শান্তর দল। চতুর্থ দিন কিছুটা এগিয়ে থেকেই ব্যাটিংয়ে নামার কথা ছিল শান্ত-জাকের আলীর।

কিন্তু সিলেটে তৃতীয় দিনের মতো আজও বৃষ্টিই খবরের শিরোনাম। আগের দিনের কমে যাওয়া ওভারের খানিকটা পুষিয়ে নিতে খেলা শুরুর সময় এগিয়ে আনা হয়েছিল। সেটা অবশ্য হচ্ছে না। গতকাল রাতেই সেখানে ছিল ভারী বর্ষণ। এখনও আছে এর রেশ। যে কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না তা জানিয়ে দেয়া হয়েছে।

সকাল ১০টায় ফের মাঠ পরিদর্শন করবেন দুই অনফিল্ড আম্পায়ার।

বাংলাদেশ এদিন খেলতে নামবে ১১২ রানের লিড থেকে। ক্রিজে আছেন দুই ব্যাটার শান্ত এবং জাকের। এদের মাঝে শান্ত গতকাল শেষ বিকেলেই তুলে নিয়েছেন অর্ধশতক। ৬০ বলে ২১ রান করে তাকে ভালোই সঙ্গ দিচ্ছেন জাকের আলী অনিক। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান।

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ১৯১ রান। একমাত্র মুমিনুল হকের ৫৬ রান ছাড়া বলার মতো সংগ্রহ ছিল না কারোরই। জবাবে ব্রায়ান বেনেট এবং শন উইলিয়ামসের ব্যাটে চড়ে লিড পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান। শান্ত পরবর্তীতে ফিফটি পেয়েছেন। সেটাই বাংলাদেশকে বসিয়েছে চালকের আসনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০