স্টাফ রিপোর্টার : “ফিলিস্তিন ইস্যুতে সব মুসলিম ঐক্যবদ্ধ! ইসরায়েলি নৃশংসতা বন্ধ করতেই হবে” এমন প্রজ্বলিত আহ্বানে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসমাবেশ ও মানববন্ধন করেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সম্মানিত আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসরায়েল গত সাত দশক ধরে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় ফিলিস্তিনি জনগণের উপর বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আজ পুরো গাজা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই নির্মম গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।” তিনি বর্তমান বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান, ফিলিস্তিনের পক্ষে নেওয়া সাহসী অবস্থানের জন্য। একইসঙ্গে তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনে নিয়মিত ত্রাণ সহায়তা পাঠানোর বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীকে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ‘ঢাকা মার্চ ফর গাজা’ কর্মসূচিকে স্বাগত জানান এবং জনগণকে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অনুরোধ জানান। এছাড়াও প্রফেসর গালিব ইসরায়েলে ভারতের সেনা প্রেরণ এবং ওয়াক্ফ আইন সংস্কারের নামে মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করার তীব্র প্রতিবাদ জানান। সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, “ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্ব মানবতার জন্য এক ভয়ংকর হুমকি। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একতরফা গণহত্যার বিপরীতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না—এটি অত্যন্ত লজ্জাজনক।” এই কর্মসূচিতে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ছাড়াও বিভিন্ন সহযোগী আহলেহাদীছ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাজারো জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আহলেহাদীছ যুবসংঘ কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রকাশনা সম্পাদক ড. মুহাম্মাদ কাবিরুল ইসলাম প্রমুখ।