অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকান ফুটবলে খেলোয়াড়দের শারিরীকভাবে আক্রমণাত্মক মনোভাব বা অতিরিক্ত ট্যাকলের চিত্র কারও অজানা নয়। কখনও কখনও সেই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝেও। তেমনি একটি ঘটনার স্বাক্ষী হলো লাতিন ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার আসর কোপা লিবার্তাদোরেস। চিলির মাঠে টুর্নামেন্টটির একটি ম্যাচ দেখতে জোরপূর্বক মাঠে ঢুকতে চাওয়ার ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই সমর্থক নিহত হয়েছেন।
অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার পর খেলা শুরুও হয়েছিল। খেলা বাতিলের আগপর্যন্ত গোলশূন্য সমতায় ছিল দুই দল। ম্যাচের ৭২ মিনিট হতেই ফের মাঠে ঢুকে পড়ে কয়েকজন দর্শক। এই সময় ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজার খেলোয়াড়রা আত্মরক্ষার্থে মাঠ ছেড়ে উঠে গেলে বাতিল ঘোষণা করা হয় ম্যাচটি। চিলির স্থানীয় গণমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। একইসঙ্গে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে লাতিন ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল।
প্রতিবেদনে বলা হয়– চিলির সান্তিয়াগোয় অবস্থিত এস্তাদিও মনুমেন্তালে কোপা লিবার্তাদোরেসের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্লাব কোলো-কোলো এবং ব্রাজিলিয়ান দল ফোর্তালেজা। ম্যাচটি শুরুর আগমুহূর্তে স্টেডিয়ামে ঢুকতে হুড়োহুড়ি শুরু করেন দর্শকদের একটি অংশ। এ সময় নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে উচ্চ-চাপসম্পন্ন পানি ছিটায় পুলিশ।
এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় মার্কা। এমনকি সমর্থকদের গায়ের ওপর সীমানা বেড়া বা পেরিমিটার ফেন্স ভেঙে পড়ে। সে কারণেই শ্বাসরুদ্ধ হয়ে দুজন মারা গেছেন বলে ধারণা করছে চিলির সংবাদমাধ্যমগুলো। নিহতদের একজন ১৮ বছর বয়সী তরুণী এবং ১৩ বছরের এক কিশোর। তাদের মৃত্যুতে পুলিশ কোনোভাবে জড়িত কি না তা তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।
নিহত একজনের বোন পুলিশকে দায়ী করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন, ‘এখানে কী ঘটেছে ভালোভাবে দেখুন। এ ঘটনায় আমি মামলা করতে যাচ্ছি এবং আমার আইনি সহায়তা প্রয়োজন। আমিসহ আমাদের পুরো পরিবার বিপর্যস্ত। আমার মা মূর্ছা যাচ্ছেন এবং জানি না এই শোক আমরা কীভাবে সইব। আমি সবার সহায়তা চাই।’ একইসঙ্গে তার বোন টিকিট ছাড়া স্টেডিয়ামে আসেননি বলেও নিশ্চিত করেছেন তিনি। একইসঙ্গে দুজন নিহত হওয়ার ঘটনা জেনেও পুলিশ পরিস্থিতি সামলাতে পারেনি বলেও ক্ষোভ জানিয়েছেন।
এই ঘটনায় শোক জানিয়ে দেওয়া বিবৃতিতে কনমেবল বলছে, ‘মনুমেন্তাল স্টেডিয়ামে দুই সমর্থকের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। তাদের পরিবার ও স্বজনদের জন্য সমবেদনা। আমরা এই কঠিন সময়ে আপনাদের পাশে আছি।’ এ ছাড়া সফরকারী হিসেবে খেলতে যাওয়া ফোর্তালেজার খেলোয়াড়, টিম স্টাফ ও তাদের পরিবার নিরাপদে আছে বলে জানিয়েছে।