ঢাকাTuesday , 23 May 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করায় নারীর ৩ বছরের কারাদন্ড

Asha Mony
May 23, 2023 1:31 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: জমিজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কলেজছাত্রের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করার অপরাধে রাজশাহীর আদালত এক নারীকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে ওই নারীকে আরও তিনমাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাঃ হাসানুজ্জামান এ রায় দিয়েছেন। দন্ডপ্রাপ্ত নারীর নাম রীতা বেগম (৩৫)। রাজশাহীর বাঘা উপজেলার চক সিংগা গ্রামে তার বাড়ি। স্বামীর নাম মো. জুয়েল। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রীতার স্বামী জুয়েলের সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে রীতা বেগম ২০১১ সালে বাঘা থানায় প্রতিপক্ষের কলেজপড়–য়া ছেলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করেন। পরে আদালতে প্রমাণিত হয় ওই মামলাটি মিথ্যা।
এরপর ভুক্তভোগী কলেজছাত্র ২০১২ সালে একই আদালতে এই নারীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে আদালতে মামলা করেন। এরপর আদালতে এই মামলার বিচার শুরু হয়। এতে প্রমাণিত হয় যে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন রীতা। তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন।
আইনজীবী শামসুন্নাহার মুক্তি আরও জানান, রায় ঘোষণার সময় মামলার আসামি রীতা বেগম অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেছেন। আসামিকে গ্রেপ্তারের জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তারের পর সাজা কার্যকর হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০