• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক স্থগিত করল ইইউ

প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ৮:৫৩

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক স্থগিত করল ইইউ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার পর ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) তাদের পাল্টা শুল্ক স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন জানান, ইউরোপীয় ইউনিয়ন মার্কিন আমদানির উপর তাদের পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে উরসুলা ফন ডার লেন বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার বিষয়টি লক্ষ্য করেছি। আমরা আলোচনার দরজা খোলা রাখতে চাই। আমাদের সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে তাদের মতামত নিয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণের আগে আমরা তা ৯০ দিনের জন্য স্থগিত রাখবো।”

আরও পড়ুনঃ  ট্রাম্পের শুল্ক থেকে রেহাই পেল মোবাইল ফোন, কম্পিউটার!

“তবে আলোচনা যদি আলোচনা সন্তোষজনক না হয়, তাহলে আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ করবো।”

ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের তিন দফা শুল্ক তীরের ধাক্কায় পড়েছে। প্রথমত, সব পণ্যে ২০ শতাংশ শুল্ক, দ্বিতীয়ত গাড়ি রপ্তানির ওপর ২৫ শতাংশ শুল্ক এবং তৃতীয়ত, স্টিল ও অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক।

আরও পড়ুনঃ  আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

ইইউ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মার্কিন আমদানির উপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন। পূর্বের ঘোষণা অনুসারে এই পাল্টা শুল্ক ডিসেম্বর পর্যন্ত তিন ধাপে কার্যকর হওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ  মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল চীন

কিন্তু এর মধ্যেই বুধবার ট্রাম্প ঘোষণা দেন, চীন ছাড়া সব দেশের পণ্যের ওপর উচ্চহারের নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে।

সবশেষের ২৫ শতাংশ শুল্ক কার্যকর ট্রাম্প আপাতত স্থগিত করলেও গাড়ি শিল্পে শুল্ক তুলে নেননি এবং সব দেশের পণ্যে আরোপ করা প্রাথমিক ১০ শতাংশ শুল্কও বহাল রেখেছেন।

সূত্র : দ্য গার্ডিয়ান

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675