অনলাইন ডেস্ক : জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সাড়ে ছয় দশকের পুরোনো সিন্ধু পানিচুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারত। আজ দেশটির নিরাপত্তাসংক্রান্ত নীতিনির্ধারণী সর্বোচ্চ সংস্থা ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র (সিসিএস) একটি বৈঠকে এমন একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। এই হামলায় পাকিস্তানের ‘সীমান্ত-সংশ্লিষ্টতা’র প্রমাণ মেলায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী।

‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাত আছে বলে ধারণা করা হয়।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদী ও এর শাখানদীগুলোর ( সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা ) পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়। এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ। কিন্তু এবার সেই ঐতিহাসিক চুক্তি স্থগিত করা হলো। ফলে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে, যা দেশটির কোটি কোটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী বলেন, ‘সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় সমর্থনের কারণে পাকিস্তানকে এ চুক্তির সুবিধা ভোগ করতে দেওয়া যায় না। যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাসীদের সমর্থন পুরোপুরি বন্ধ করে, তত দিন এই চুক্তি বলবৎ হবে না।’
এর পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত—
১. আটারি-ওয়াঘা সমন্বিত চেকপোস্ট বন্ধ: আটারি-ওয়াঘা সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। তবে যাঁরা বৈধ কাগজপত্র নিয়ে ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছেন, তাঁরা ১ মে ২০২৫-এর মধ্যে ফিরে যেতে পারবেন।
২. সার্ক ভিসা স্কিমে নিষেধাজ্ঞা: সার্ক ভিসা স্কিমে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। আগে ইস্যু করা ভিসাও এখন থেকে বাতিল বলে গণ্য হবে। বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।
৩. কূটনীতিক অবাঞ্ছিত: পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা বা সামরিক কর্মকর্তাদের (নৌ ও বিমান) ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাঁদের ভারত ছাড়তে হবে। ভারতও ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন থেকে নিজেদের সামরিক কর্মকর্তা—নৌ, বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করে নেবে। সংশ্লিষ্ট হাইকমিশনগুলোতে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। উভয় হাইকমিশন থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঁচজন সহায়তা কর্মীকেও অবিলম্বে প্রত্যাহার করা হবে।
৪. হাইকমিশনের জনবল হ্রাস: দুই দেশের হাইকমিশনের কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনা হচ্ছে, যা ১ মে ২০২৫-এর মধ্যে কার্যকর হবে।
এসব পদক্ষেপ ছাড়াও বিক্রম মিশ্রী ঘোষণা করেন, সিএসএস সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং দেশের সব বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। তিনি বলেন, ‘আমরা যেভাবে তাহাওর রানাকে দেশে ফিরিয়ে এনেছি, ঠিক তেমনভাবেই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
প্রসঙ্গত, সিন্ধু পানিচুক্তি ১৯৬০ সাল থেকে তিন-তিনটি যুদ্ধের মধ্যেও বহাল ছিল। ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালের যুদ্ধেও এই চুক্তিতে ছেদ পড়েনি। তবে এই প্রথম এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।