ফরিদপুর জেলা প্রতিনিধি : শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, সারা দেশের শিক্ষাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন শিক্ষাঙ্গনে সংকট সৃষ্টি হয়েছে। এ সংকট মোকাবিলার জন্য কাজ করছে সরকার।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান অস্থিরতার ব্যাপারে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, এটাতে আমরা যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন এবং এটা যেন আর না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। একটি অস্থিরতার মধ্য দিয়ে পুরো সমাজ চলেছে। হঠাৎ করে রাতারাতি যে সব ঠিক হয়ে যাবে সেটা ভাবাও মনে হয় ঠিক না। আগে (হাসিনার আমল) দাবিদাওয়া উত্থাপন করার মতো সুযোগ-সুবিধা ছিল না। যখনই কেউ কোনো দাবি উত্থাপন করত তখন রাষ্ট্র তার ওপর ঝাঁপিয়ে পড়ত। এখন সেই অবস্থা নেই।
কুয়েটের ভিসির ব্যাপারে সরকারের মনোভাব কী জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, আমি কোনো ব্যক্তি নিয়ে কথা বলব না। পুরো প্রক্রিয়া নিয়ে আমরা আলাপ করেছি। বিভিন্ন অংশীদার যারা ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। কমিটি হচ্ছে, তারা যে সুপারিশ করবে সেগুলো সরকার বিবেচনায় নেবে।
এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল হাসান, ফরিদপুর সাহিত্য পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক এম এ সামাদ, বর্তমান সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম, আলোকচিত্রী নাসির আলী মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর সাহিত্য পরিষদ সূত্রে জানা যায়, ১৯৩৯ সালে কবি হুমায়ুন কবীরকে সভাপতি এবং আব্দুল্লাহ জহিরউদ্দিন লাল মিয়াকে সাধারণ সম্পাদক করে সাহিত্য পরিষদ গঠন করা হয়। ১৯৮৩ সালে সাহিত্য পরিষদ পুনর্গঠন করা হয়।