• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সিরাজগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ১০:২৯

সিরাজগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জেলা শহরের মুক্তির সোপান চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫ টায় শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন উপলক্ষ্যে মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে র‍্যাব-১২ অভিযানে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ শাখার আহ্বায়ক সজিব সরকার, সিনিয়র মুখ্য সংগঠক সচিব সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবাইর আল ইসলাম সেজান।

আরও পড়ুনঃ  নাটোর আদালতের মালখানায় চুরির ঘটনায় আকাশ-বাতাসসহ গ্রেপ্তার ৮

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, বাণিজ্য মেলার নিরাপত্তার বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। প্রতিটি দোকানদারকে অনুরোধ করা হয়েছে, তারা যেনো বেশি দাম না রাখেন।

তিনি আরও বলেন, আশা করছি সময় যত গড়াবে, এবারের বাণিজ্য মেলা আরও জনপ্রিয় হয়ে উঠবে। আমাদের মা-বোনদের যাতে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি না ঘটে সে বিষয়ে দৃষ্টি রাখা হবে সবসময়।

আরও পড়ুনঃ  পাগলা মসজিদে তিন ঘণ্টায় পাওয়া গেল ৬ কোটি ৩৬ লাখ টাকা

উদ্বোধন অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করে মেলা কর্তৃপক্ষ। দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহিম হোসেন।

আয়োজকরা জানিয়েছেন, মেলায় বিভিন্ন শিল্প পণ্যের স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। জনপ্রতি টিকিটের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675