ঢাকাTuesday , 23 May 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

চাঁদের বক্তব্য স্লিপ অব টাং: মিনু

Asha Mony
May 23, 2023 1:38 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন তা ‘স্লিপ অব টাং’ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান। এ জন্য দল বিব্রত জানিয়ে চাঁদের হয়ে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’
এই বক্তব্যের ভিডিও রোববার বিকালে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। মঙ্গলবার দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এর আগে রোববার দিবাগত মধ্যরাতেই রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ চাঁদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। মামলার পর থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য চাঁদ লাপাত্তা হয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা সোমবার জানতে চেয়েছিলেন হাইকোর্ট। তাঁর বক্তব্যের কারণে আওয়ামী লীগ দেশজুড়ে প্রতিবাদ-সমাবেশ করছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।
এ নিয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিতে গেলে এ ধরনের “স্লিপ অব টাং” হয়ে যায়। আমাদেরও এ রকম হয়। কিন্তু ভুল করার সঙ্গে সঙ্গে আমরা সংশোধন করে দিই। দরকার হলে সংবাদ সম্মেলন করে ভুল সংশোধন করি, ক্ষমা চাই। চাঁদ এটা মিস করেছে। তাঁরও সঙ্গে সঙ্গে সংশোধন আনা উচিত ছিল।’
তিনি বলেন, ‘চাঁদের বক্তব্য আমাদের দলের কথা নয়। এ ধরনের বক্তব্য না দেওয়ার ব্যাপারেই আমাদের দলের নির্দেশনা। আমরা তত্ত্ববধায়ক সরকার চাই, শুধু এই বক্তব্যই দেওয়ার কথা আমাদের। কিন্তু চাঁদ আবেগপ্রবণ ছেলে। সে জন্য হয়তো এ ধরনের কথা বলে ফেলেছে। তার বড় ভাই হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। তার হয়ে ক্ষমা চাইছি সবার কাছে।’
তবে এটি বিএনপির বক্তব্য বলেই মনে করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি চাঁদের ব্যক্তিগত বক্তব্য নয়। বিএনপি যা ভাবে, ছাত্রদল-যুবদল সব সময় যা ভাবে, সেটি তার মুখ দিয়ে বেরিয়ে এসেছে। তিনি অশিক্ষিত মানুষ, প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা তার নেই। কীভাবে কথা বলতে হয় তা জানেন না। তাই বলে কোন ছাড় নয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আরও মামলা হবে। আমরা আবু সাঈদ চাঁদকে রাজপথেই মোকাবিলা করব।’
এদিকে চাঁদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি বলেন, ‘গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা চলছে। তিনি বাড়িতে নেই। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তিনি লুকিয়ে থাকতে পারবেন না। গোয়েন্দা নজরদারি চলছে। দ্রুত সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা যাবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০