• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মুকসুদপুরে খুরশিদা খানম হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, খুনি বাদল ঠাকুরের ফাঁসির দাবি

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ১২:৩৯

মুকসুদপুরে খুরশিদা খানম হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, খুনি বাদল ঠাকুরের ফাঁসির দাবি

ভাঙ্গা প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে চঞ্চল্যকর খুরশিদা খানম হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলার নগরসুন্দরদী, মরিচারপাড় ও গোপিনাথপুর গ্রামের শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা খুরশিদা খানমের হত্যাকারী নাজমুল হক বাদল ঠাকুরকে আটক করে ফাঁসির দাবি তুলে বিক্ষোভ মিছিল করেন।

আরও পড়ুনঃ  সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

নিহতের বোন মামলার বাদি নাহিদা খানম ও স্বজনেরা অভিযোগ করে বলেন, গত বছর (২০২৪ সালের) ২১ সেপ্টেম্বর বিকেলে আমার বোন খুরশিদা খানমকে পেঁপে দেয়ার কথা বলে নাজমুল হক বাদল ঠাকুর তার বাড়িতে ডেকে নেয়। এরপর থেকে আমার বোন খুরশিদা খানম নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পর অর্থাৎ ২৪ সেপ্টেম্বর দুপুরে কবরস্থানের পাশে একটি পুকুরে মুরশিদা খানমের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে মুকসুদপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের বোন নাহিদা খানম বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামির বাদল ঠাকুরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। কিন্তু আসামি বাদল ঠাকুর কিছুদিন পরে জেল থেকে বের হয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। আমাদের দাবি আসামি বাদল ঠাকুরকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি করেন। মানববন্ধনে বক্তারা আরো বলেন, আমার বোন কবরে, খুনি কেন বাহিরে। আসামি বাদল ঠাকুর আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। সে হত্যার দায় স্বীকার করেছে। তারপর খুনি বাদল ঠাকুর কিভাবে জামিন পায়। আমরা আদালত সহ সরকারের কাছে দাবি জানাই, আসামি বাদল ঠাকুরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তার ফাঁসির দাবি করছি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675