স্টাফ রিপোর্টার : আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডের সালাম গ্রহণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সালাম গ্রহণের পর তিনি আরএমপি’র অফিসার ও ফোর্স সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, পুলিশ সদস্যদের অবশ্যই শৃঙ্খলাপূর্ণ ও নৈতিক জীবনযাপন নিশ্চিত করতে হবে এবং ড্রেস রুলস মেনে চলতে হবে। এমন কোনো আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না, যা পুলিশ বাহিনীর সম্মান ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতি বা দায়িত্বে অবহেলার মতো কোনো অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সদস্যদের সুস্থ শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করতে বলেন।
প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) নাসিদ ফরহাদ।
মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ আরএমপি’র অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।