• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বড়াইগ্রামে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলে কটুক্তি, সংঘর্ষে আহত ১০, আটক ১

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৩:৩৯

বড়াইগ্রামে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলে কটুক্তি, সংঘর্ষে আহত ১০, আটক ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিলে কটুক্তি করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দু’পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা অবধি উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কামারদহ বাজারে ৪ দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে জাহিদুল ইসলাম (৩০)কে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং জুয়েল, মোতালেব ও শরিফুল সহ বাকীদের নাটোর সদর হাসপাতাল সহ স্থানীয় বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর একটি টীম সহ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় যৌথবাহিনী রাত ২টার দিকে সংঘর্ষের এক পক্ষের নেতৃত্বদানকারী বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ (৪২)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে। তার বাড়ি বড়াইগ্রামের জোয়াড়ির কায়েমকোলা গ্রামে।

আরও পড়ুনঃ  অভিনব কায়দায় পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এক পর্যায়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র কুশপুত্তলিকা দাহ করতে আগুন ধরাতে যায় এক কর্মী। তখন বিএনপি’র অপর পক্ষের একজন কটুক্তি করে বলেন, ‘নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ আসছে মিছিল করতে’। এ সময় ধমকের সুরে তিনি আরও বলেন, ‘আগুন যেনো মোটরসাইকেলে না ধরে’। এ কথা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেয়।

আরও পড়ুনঃ  বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য চুরীর অভিযোগ

উপজেলা বিএনপির সদস্য সচিব ও জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কামারদহ বাজারে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলের আয়োজন করে জোয়াড়ি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রঞ্জু আলী ও বিএনপি কর্মী মাসুদ রানা সহ কয়েকজন। মিছিল শেষে ইসরায়েল প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকায় আগুন ধরানোর সময় কামারদহ গ্রামের বিএনপি কর্মী লিটন মিয়া কটুক্তি করে। এতে প্রভাষক মিজানুর রহমান প্রতিবাদ করলে তা ক্রমশ দুই গ্রুপে রুপ নেয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পরে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান. এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ভরিতে স্বর্ণের দাম ১ হাজার টাকা কমলো
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১১:৫৩
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১১:৫৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675