অনলাইন ডেস্ক : রাওয়ালপিন্ডিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। যেখানে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হয় লাহোর কালান্দার্সের। এদিন (শুক্রবার) অবশ্য বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনকে ছাড়াই লাহোর একাদশ সাজায়। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে তাদের দেওয়া ১৪০ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে পেরিয়েছে ইসলামাবাদ।
রিশাদের অনুপস্থিতিতে লাহোরের একাদশে সুযোগ পাওয়া কোনো বিদেশিই ম্যাচে ভালো করতে পারেননি। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই তারকা ওপেনার ফখর জামানকে হারায় তারা। ৬ বলে মাত্র ১ রান করেন এই পাক ব্যাটার। আরেক ওপেনার মোহাম্মদ নাঈমও আউট হয়ে যান ১১ বলে ৮ রান করে। ফলে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩৬ রান তুলতেই ২ উইকেট নেই লাহোরের।
শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ৫৮ রানের মাথায় ফেরেন ড্যারিল মিচেল (১৩) এবং স্যাম বিলিংসও (০)। এই অবস্থায় লাহোরের বড় পুঁজি পাওয়া নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কা কিছুটা কাটিয়েছেন আব্দুল্লাহ শফিক। বলতে গেলে তিনি একাই দলকে টেনেছেন। মাঝে তাকে মন্থর ইনিংসে (২১ বলে ২৩) কিছুটা সঙ্গ দেন সিকান্দার রাজা। অন্যদিকে, শফিক ৩৮ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৬৬ রান করে ১৩৯ রানের সান্ত্বনার সংগ্রহ এনে দেন লাহোরকে। বিপরীতে ইসলামাবাদের পক্ষে জেসন হোল্ডার সর্বোচ্চ ৪ এবং শাদাব খান ৩ উইকেট শিকার করেছেন।
লক্ষ্য তাড়ায় শুরুতে হোঁচট খেলেও খুব একটা ভাবনায় পড়তে হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদকে। দলীয় ৮ রানেই তারা মার্কিন ওপেনার আন্দ্রেস গুসকে হারায়। কিন্তু লক্ষ্য ছোট হওয়ায় শাহিবজাদা ফারহান এবং কলিন মুনরোদের খুব একটা স্ট্রাইক বাড়ানোর চাপে পড়তে হয়নি। দেখেশুনে করা ব্যাটিংয়ে দুজনের জুটিতে আসে ৫৫ রান। ফারহান ২৪ বলে ২৫ রান করে ফিরলেও কিউই তারকা মুনরো জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। সালমান আগার সঙ্গে শেষ পর্যন্ত তার জুটিটি পৌঁছায় ৮০ রানে।
মুনরো ৪২ বলে ৫৯ এবং সালমান ৩৪ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। যাতে ভর করে ১৭.৪ ওভারেই ৮ উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় ইসলামাবাদ। লাহোরের আসিফ আফ্রিদি ও হারিস রউফ নেন একটি করে উইকেট।
এর আগে বেশ বর্ণাঢ্য আলোর রোশনাই ছড়িয়ে উদ্বোধন হয় পিএসএলের দশম আসরের। ম্যাচ শুরুর আগে সুফি সঙ্গীতের রানী আবিদা পারভিন, আলি জাফর ও নাতাশা বেগসহ জনপ্রিয় শিল্পীরা সুরমূর্ছনায় দর্শকদের বিমোহিত করেন।