• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার আনিছারকে আদালতে প্রেরণ

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৫:০২

বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার আনিছারকে আদালতে প্রেরণ

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও যুবদল নেতাকে গুলি করার অভিযোগে আনিছার রহমান (৫৩) ওরফে চিট আনিছারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ঝিকড়া ইউনিয়নের রায়সেনপড়া গ্রামের মস্তল আলীর ছেলে ও আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। চেক জালিয়াতি, বিদেশে লোক পাঠানো এবং জমি বিক্রির নামে প্রতারণার আত্নসাতের অভিযোগে আদালতে চারটি মামলা ও থানায় একাধিক অভিযোগ রয়েছে। এজন্য তিনি এলাকায় চিট আনিছার নামে পরিচিত।গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুনঃ  চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর মামলায় রুয়েট কর্মকর্তা কারাগারে

বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চিট আনিছার এলাকায় ফিরে এসেছেন বলে থানায় খবর আসে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ রায়সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। শনিবার তাঁকে গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানকে গুলির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৭

এছাড়াও তাঁর বিরুদ্ধে বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ছাত্র ও জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাঁকে গত ১৮ জুলাই ও ৫ আগস্ট লোহার পাইপ নিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে মহড়া দিয়েছেন বলে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান।

৫ আগস্ট চানপাড়া এলাকায় যুবদল নেতা মুনছুর রহমানের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ রয়েছে। এই অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জলবায়ু ধর্মঘট বরেন্দ্র অঞ্চলের জন্য খরা তহবিল গঠন ও জাতীয় খরা নীতিমালা তৈরীর দাবি

এছাড়াও তাঁর বিরুদ্ধে প্রতারণা অভিযোগে আদালতে চারটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে তাঁর বোন রেহেনা বেগমও একটির বাদী। থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, যুবদলের নেতাকে গুলি করা ছাড়াও প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে চারটি মামলা ও থানায় একাধিক অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র- জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675