ঢাকা সকাল ৮:২৭। শুক্রবার ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষা দিতে যাওয়ার পথে দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

subadmin
এপ্রিল ২৪, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় চলমান এসএসসি পরীক্ষার দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ভাঙ্গা বাজারের থানা রোডের কালীবাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত দুই পরীক্ষার্থীর বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাসিন্দা। তারা পরস্পর বন্ধু।

দুই বন্ধুর মধ্যে আশিক মাতুব্বর (১৭) উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বন্ধু সাইম শেখ (১৮) ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী। আশিকের আজ কৃষি শিক্ষা বিষয়ের এবং সাইমের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা ছিল।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই পরীক্ষার্থীর মধ্যে সাইম শেখ ঘটনার বিবরণ দিয়ে বলেন, আমরা দুই বন্ধু দুই প্রতিষ্ঠানের ও দুই কেন্দ্রের পরীক্ষার্থী হলেও একই গ্রামের বাসিন্দা হওয়ায় প্রতিদিন একসাথে গ্রামের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে ভাঙ্গা উপজেলা সদরে আসি। আজও সেভাবেই ভ্যানে চড়ে আসছিলাম। ভ্যানে ভাঙ্গা বাজারের থানা রোড সংলগ্ন কালীবাড়ির সামনে এলে রাস্তায় একটি ট্রাককে পাশ কাটানোর জন্য আমাদের ভ্যান দাঁড়িয়ে পড়ে। এ সময় আমাদের গ্রামেরই এক তরুণ অস্ত্র দিয়ে আমাদের দুইজনকে কুপিয়ে দৌড়ে চলে যায়।

পরে এলাকাবাসী আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা দ্রুত জখমের স্থানে সেলাইসহ চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসকসহ তাদের স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেন। দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হলে পুনরায় তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়েছে। দুইজনেরই বাম হাতসহ শরীরের একাধিক জায়গায় কোপানো হয়েছে। এদের হাসপাতালে আনার পর কোপানোর স্থানে সেলাইসহ অন্যান্য চিকিৎসা দিয়ে চিকিৎসকসহ পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। পরীক্ষার পর পুনরায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. হায়দার হোসেন বলেন, দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কেন্দ্রে এনে পরীক্ষা দেওয়ানো হয়েছে। পরীক্ষা শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, দুইজন এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। তারা হাসপাতালে ভর্তি আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০