ঢাকাTuesday , 23 May 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় পুকুরপাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Asha Mony
May 23, 2023 2:01 am
Link Copied!

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুকুরপাড় থেকে রমজান আলী মল্লিক (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী।
তিনি বলেন, ‘রমজান মল্লিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
নিহত রমজান আলী মান্দা উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত মেহের আলী মল্লিকের ছেলে। লাশ উদ্ধারের ঘটনায় নিহতের ছোট ছেলে রায়হান মল্লিক বাদী হয়ে মান্দা থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, পারিবারিক বিষয় নিয়ে রমজানের সঙ্গে বড় ছেলে মোয়াজ্জেম হোসেন মল্লিকের বিরোধ চলছিল। এর জেরে গত বুধবার বাবা-ছেলের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে ছেলে মোয়াজ্জেম মল্লিক আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মান্দা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আছির উদ্দিন জানান, মারধরের ঘটনায় বাবা ও ছেলে উভয়ে মান্দা থানায় পৃথক অভিযোগ করেন। এরপর রোববার রাতে স্থানীয় একটি পুকুরের পাড় থেকে রমজানকে মৃত অবস্থায় পাওয়া যায়।
রমজান মল্লিকের ছোট ছেলে রায়হান পারিবারিক দ্বন্দের বিষয়টি স্বীকার করে বলেন, ‘বাবার মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারছি না। এ বিষয়ে থানার অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০