সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম পাড়ে র্যাব-১২ এর অভিযানে ৯২ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কালিগঞ্জ বউ বাজারের নুরুল হুদার ছেলে আব্দুল বাছির (২০) চাঁপাইনবাবগঞ্জ সদরের বারঘরিয়ার গোলাম মর্তুজার ছেলে রিপন আলী (৩২)।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি শনিবার দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শুক্রবার রাতে সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানাধীন সেতুর পশ্চিম পাড় গোলচত্বরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। তখন ৯২ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার ও পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানান, দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য গাঁজা ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে ক্রয় বিক্রয় করে আসছিল। শনিবার দুপুর আটক কৃতদের জব্দকৃত গাজা সহ মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।