• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৫:০৯

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি : র‍্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেল করার অভিযোগে শিহাব হোসেন সাগর (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে র‍্যাব।

গতকাল শনিবার বিকেলে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

আরও পড়ুনঃ  রাবি ক্যাম্পাসে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বহিরাগত দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাসা থেকে দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, তিনটি সিমকার্ড, ৩২ ও ২ জিবির দুটি মেমোরি কার্ড, একটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি এসএসডি কার্ড, একটি রামদা, চারটি হাতলযুক্ত চাকু, একটি চাপাতি, একটি ছোরা এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  মুকসুদপুরে খুরশিদা খানম হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, খুনি বাদল ঠাকুরের ফাঁসির দাবি

র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন সাগর। পরে তাঁদের বিশ্বাস অর্জন করে ঘনিষ্ঠতা তৈরি এবং ভিডিও ধারণ করতেন। এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক স্থাপনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৭

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675