ঢাকা রাত ১:২৭। শনিবার ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন জয়সওয়াল

subadmin
এপ্রিল ২৫, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : আইপিএলের চলমান অষ্টাদশ আসরের শুরুতে সেভাবে নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না যশস্বী জয়সওয়াল। একইভাবে ব্যর্থ তার দল রাজস্থান রয়্যালসও। তবে এখন ব্যাট হাতে দলটির পক্ষে নিয়মিত রান বলতে জয়সওয়ালই ভরসা। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিনি ইনিংসই শুরু করেন ছক্কা হাঁকিয়ে। আর তাতেই বাঁ-হাতি এই ওপেনার একটি বিশ্বরেকর্ড নিজের দখলে নিয়ে নিলেন।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটিতে ২০৬ রানের লক্ষ্য তাড়ায় রাজস্থানকে ভালো শুরু এনে দেন জয়সওয়াল। স্বাগতিক পেসার ভুবনেশ্বর কুমারের প্রথম ডেলিভারি ছিল কিছুটা শর্ট লেংথে। গতিও ছিল কম, তবে কোনো ভাবনা-চিন্তা ছাড়াই লেগে সেটি উড়িয়ে সীমানাছাড়া করলেন জয়সওয়াল। বড় লক্ষ্য তাড়ায় শুরুটা যেমন বিধ্বংসী হওয়া দরকার ছিল, তেমনটাই করলেন ২৩ বছর বয়সী এই তারকা।

জয়সওয়ালের কল্যাণেই পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ফেললেও, রাজস্থান ঠিকই ৭২ রান তুলে নিয়েছিল। এ নিয়ে চলতি আইপিএলের পাওয়ার প্লেতে জয়সওয়াল হাঁকালেন ১৪টি ছয়। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ ছাড়া ইনিংসের একদম প্রথম বলেই তার ছয়টা ছিল বিশ্বরেকর্ড গড়া। কারণ এ নিয়ে আইপিএলে মোট তিনবার আইপিএল ইনিংসের প্রথম বলেই জয়সওয়াল ছক্কা মেরেছেন। তার ধারেকাছে নেই আর কেউই।

রাজস্থানের এই ব্যাটারের মতো ইনিংসের প্রথম ডেলিভারিতেই একবার করে ছয় মারার কীর্তি আছে সাতজনের। তারা হচ্ছেন— নামান ওঝা, মায়াঙ্ক আগারওয়াল, সুনীল নারিন, বিরাট কোহলি, রবিন উথাপ্পা, ফিল সল্ট ও প্রিয়াংশ আর্য। তবে জয়সওয়াল ছাড়া আর কোনো ব্যাটারেরই আইপিএল ইনিংসের প্রথম বলে একাধিকবার ছয় মারার রেকর্ড নেই। শেষ পর্যন্ত জয়সওয়াল ম্যাচটিতে আউট হওয়ার আগে করেন ১৯ বলে ৪৯ রান। তার এই ঝোড়ো ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার।

যদিও জয়সওয়ালের বিশ্বরেকর্ড গড়া ম্যাচটি জিততে পারেনি রাজস্থান। তার পরে বলার মতো রান করেছেন কেবল ধ্রুভ জুরেল। তরুণ এই ব্যাটার ৩৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৭ রান করেন। এ ছাড়া নিতীশ রানা (২৮) ও রিয়ান পরাগরা (২২) থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তবে বেঙ্গালুরুর এই জয়ের অন্যতম প্রধান কাজটা করেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। ১৯তম ওভারে তিনি মাত্র ২ রান খরচায় ২ উইকেট শিকার করেন। নিজের বোলিং কোটা শেষে ম্যাচসেরা হওয়া হ্যাজলউডের বোলিং ফিগার ছিল ৪-৩৩-৪।

নির্ধারিত ওভার শেষে রাজস্থানের দৌড় থামে ৯ উইকেটে ১৯৪ রানে। এর আগে বিরাট কোহলি ৭০ ও দেবদূত পাডিক্কাল ৫০ রান করলে বেঙ্গালুরুর পুঁজি দাঁড়ায় ৫ উইকেটে ২০৫ রান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০